আবারও চুরি নদিয়ার শান্তিপুরে - চুরির ঘটনা নদিয়ার শান্তিপুরে
🎬 Watch Now: Feature Video
নদিয়ার শান্তিপুর থানার আরবন্দি 2 পঞ্চায়েতের বাগদিয়া মাহিস্য পাড়া এলাকার নিমাই বিশ্বাসের বাড়ি থেকে গতকাল রাতে মোবাইল-সহ নগদ 80 হাজার টাকা চুরি হয় । অভিযোগ, দুষ্কৃতীরা আলমারির তালা ভেঙে নগদ 80 হাজার টাকা ও গহনা নিয়ে চম্পট দেয় । আজ সকালে ঘুম থেকে উঠে বিষয়টি নজরে আসে ওই চাষি পরিবারের । শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চাষি পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ ।