বহরমপুরে খোলা দোকানপাট, বনধের বিরোধিতায় তৎপরতা পুলিশ-প্রশাসনের - মুর্শিদাবাদ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9668815-thumbnail-3x2-msd.jpg)
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে মিশ্র প্রভাব মুর্শিদাবাদ জেলায় । বহরমপুর শহরে বনধ সমর্থকরা পথে নামলেও দোকানপাট সেভাবে বন্ধ করতে পারেনি । যান চলাচলও অনেকটাই স্বাভাবিক । অন্যদিকে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলো, বাসুদেবপুর সহ বিভিন্ন প্রান্তে বনধ সমর্থকরা রাস্তায় নামেন । দফায় দফায় বিক্ষোভ দেখায় তারা । আটকে দেওয়া হয় টোটো । বনধের বিরোধিতায় পুলিশ প্রশাসনের তৎপরতা নজরে এসেছে ।