দুর্গাপুরে বনধে মিশ্র প্রভাব - bangla bandh effect in durgapur
🎬 Watch Now: Feature Video
রাস্তায় বাস-মিনিবাস, টোটো-অটোর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম । সকালে রাস্তাঘাট কিছুটা ফাঁকা ছিল। তবে আর পাঁচটা দিনের মতোই শ্রমিকদের কারখানায় যেতে দেখা যায় । এছাড়া বনধের সমর্থন কিংবা বিরোধিতা করতে রাস্তায় কাউকে দেখা যায়নি । বনধে অশান্তি এড়াতে দুর্গাপুরে বিক্ষিপ্তভাবে পুলিশ মোতায়েন রয়েছে । বামেদের ডাকা 12 ঘণ্টা বাংলা বনধের এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরে ।