নেতাদের দলবদলের কারণ বাতলাতে পারেন রাজ্যপাল : সাধন - minister sadhan pande criticized the governor of west bengal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10263743-thumbnail-3x2-wb-pic.jpg)
বিধানসভা নির্বাচন দোরগোড়ায় । আর তাই চলছে দলবদলের পালা । ইতিমধ্যেই বহু নেতা দল বদলেছেন । আর তা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করতে ছাড়লেন না মন্ত্রী সাধন পাণ্ডে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নেতারা দল কেন বদলাচ্ছেন তার উত্তর দিতে পারেন একমাত্র একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক আমাদের রাজ্যপাল । আমার অভিজ্ঞতা কম, ওনার অভিজ্ঞতা বেশি ।"