AMC Election 2022 : আসানসোল পৌরনিগমের নির্বাচনী ইস্তাহার প্রকাশ মলয় ঘটকের - পৌরনির্বাচনে আসানসোলে তৃণমূলের ইস্তাহার
🎬 Watch Now: Feature Video
শনিবার আসানসোলের কল্যাণপুরে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেন (Minister Moloy Ghatak publishes TMC Manifesto for Asansol Municipal Election 2022) । উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, হরেরাম সিং, ছিলেন দলের জেলা সম্পাদক বিধান উপাধ্যায়। মন্ত্রী জানান, আসানসোলে ভয়াবহ বন্যা যাতে ভবিষ্যতে আর না হয়, তাই আসানসোলের ভিতর দিয়ে যাওয়া দুটি ছোট নদী এবং বেশ কয়েকটি খালকে সংস্কার করা হবে । এছাড়া শহরের যানজট নিয়ন্ত্রণ, বাস চলাচল স্বাভাবিক করার পাশাপাশি জামুড়িয়া, রানিগঞ্জ, আসানসোল, বার্নপুর-সহ বিভিন্ন জায়গায় বাস টার্মিনাস তৈরি করা হবে । এর সঙ্গে আসানসোলকে গ্রিন সিটি বানানোর উদ্যোগ নেবে তৃণমূল কংগ্রেস ৷