মুখ্যমন্ত্রীকে ভুয়ো বলে আক্রমণ মিনাক্ষীর

By

Published : Jul 6, 2021, 8:46 AM IST

thumbnail

ভ্যাকসিন ভুয়ো । আইএএস অফিসার ভুয়ো । ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিরোধীদের নিশানায় তৃণমূল-কংগ্রেস । এবার মুখ্যমন্ত্রীকেই ভুয়ো বলে বসলেন বামেদের পোস্টার গার্ল মিনাক্ষী মুখোপাধ্যায় । তিনি বলেন, "হেরে গিয়েছেন । জেতেননি । জেতার আগেই প্রচার করেছেন আমি জিতছি । আমিই মুখ্যমন্ত্রী হচ্ছি । তিনি নিজে ভুয়ো ।" নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই বিঁধলেন মিনাক্ষী । গতকাল আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে তবাসুম আরার ভ্যাকসিন কান্ড নিয়ে বিক্ষোভ দেখায় বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন মিনাক্ষী মুখোপাধ্যায় । সেখানে তিনি বলেন, "নেতাগুলো ভুয়ো । সারদা-নারদাতে বারবার জেলে যাচ্ছে আর আসছে । যারা এখানে আইএএস তারাও ভুয়ো ।" এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মিনাক্ষী ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.