পাটুলিতে "দুয়ারে সরকার" কর্মসূচিতে মিমি - পাটুলিতে মিমি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9833881-thumbnail-3x2-mimi.jpg)
পাটুলি মেলা ময়দানে "দুয়ারে সরকার" কর্মসূচি চলছিল । আজ সেখানে যান যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী । সেখানে লাইনে এক বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান তিনি । তাঁকে সহায়কের টেবিলের সামনে নিয়ে যান । বয়স্কদের সাহায্য করার জন্য সবাইকে অনুরোধও করেন । এরপর কয়েকজনের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন তিনি ।