আজমেঢ় থেকে বিশেষ ট্রেনে রাজ্যে ফিরলেন শ্রমিকরা - কোভিড 19 আপডেট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7066949-thumbnail-3x2-pkg.jpg)
অবশেষে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন ফিরল রাজ্যে । আজ সকাল সাড়ে দশটা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ নন-স্টপ ট্রেন । রাজস্থানের আজমেঢ় থেকে দু'দিন আগে রওনা দিয়ে আজ সকাল সাড়ে দশটা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় ট্রেনটি ।