একাধিক দাবিতে পথে মিড ডে মিল কর্মীরা - midday meal workers protest over several demands
🎬 Watch Now: Feature Video
আজ হাওড়া ময়দানে মিড ডে মিলে কর্মরত কয়েকশো কর্মী পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন । মূলত 11 দফা দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাঁরা আবেদন করে আসছেন । কিন্তু সরকার তাতে কোনরকম কর্ণপাত না করে সরকারি প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে । তাঁদের বক্তব্য মাসিক 1500 টাকা মাইনেতে তাঁরা দীর্ঘদিন এই প্রকল্পের আওতায় কাজ করছেন তবে 12 মাসের পরিবর্তে 10 মাসের টাকা পান তাঁরা । বাকি দুই মাস ছুটি হিসেবে থাকায় কোনওরকম পারিশ্রমিক পান না তাঁরা ।
TAGGED:
মিড ডে মিল