বাবুল সভা করতে গেলে যেন খেলা না হয় : বাবুল সুপ্রিয় - বাবুল সুপ্রিয়
🎬 Watch Now: Feature Video
নরেন্দ্র মোদি সর্বভারতীয় নেতা। ওঁর জনপ্রিয়তা অনেক। ওঁর সভার পর কে কী সভা করল তাতে বিশেষ কিছু যায় আসে না। দিদিও জাতীয় নেতা হতে চান। উনি দলের নামই দিয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শুধু নাম দিলে তো আর অল ইন্ডিয়া হয় না । যেখানে যেখানে লড়তে গেছেন জামানত জব্দ হয়েছে। সবার সব জায়গায় সভা করার অধিকার আছে ৷ 22 তারিখে প্রধানমন্ত্রী সভা করবেন ৷ 24 তারিখে দিদি করুন ৷ কিন্তু 26 তারিখে বাবুল সভা করতে গেলে যেন সেই মাঠের অনুমতি আটকে দেওয়ার জন্য খেলা না হয়। শ্রীরামপুরে সরস্বতী পুজোয় এসে এই কথা বললেন বাবুল সুপ্রিয়। শ্রীরামপুর বটতলায় একটি সরস্বতী পুজোয় সপরিবারে আসেন বাবুল। ছিলেন বৈশালী ডালমিয়াও।