রাজনৈতিক ভাষার অবনমন হয়েছে : সেলিম - bjp
🎬 Watch Now: Feature Video
"দশ বছর আগে মুখ্যমন্ত্রী যে ভাষা ব্যবহার করতেন, এখন সেই ভাষা ব্যবহৃত হয় না ৷ গত দশ বছর ধরেই রাজনৈতিক ভাষার অবনমন হয়েছে ৷" গতকাল মালদার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুরে এক জনসভায় এমনই বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ তিনি আরও বলেন, "এতদিন কেবল চিটফান্ডের চোরদের নিয়ে আলোচনা করা হত ৷ এখন আমাকে নিয়ে আলোচনা হলে ভালোই তো।"