Braja Kishore Goswami : শান্তিপুরে তৃণমূলের জয়ের পিছনে মতুয়া ভোট, মত ব্রজকিশোরের - Matua Votes
🎬 Watch Now: Feature Video
শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷ বিজেপির জেতা আসনে উপনির্বাচনে 64 হাজার 675 ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী ৷ এই শান্তিপুরে মতুয়া ভোট বড় ফ্যাক্টর ছিল ৷ একুশের নির্বাচনে জগন্নাথ সরকার মতুয়াদের সমর্থন পেয়েছিলেন ৷ যেখানে প্রায় 45 হাজার মতুয়া ভোট রয়েছে ৷ তবে, উপনির্বাচনে সেই মতুয়া ভোটের অধিকাংশ তৃণমূলের পক্ষে গিয়েছে ৷ আর সেটাই তাঁর জয়ের আসল কারণ হয়েছে বলে জানালেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷
Last Updated : Nov 2, 2021, 7:51 PM IST