টানা বৃষ্টি, ভেসে যেতে যেতে অল্পের জন্য রেহাই পেল ম্যাটাডোর - আসানসোল পৌরনিগম
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12163663-thumbnail-3x2-top.jpg)
গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে আসানসোল পৌরনিগমের 57 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরাচক গ্রাম এলাকার রাস্তা । পাশ দিয়ে গিয়েছে নুনিয়া নদী । আর সেই জল রাস্তার কালভার্ট ছাপিয়ে রাস্তায় উঠে আসছে । ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে একটি ছোট ম্যাটাডোর জলের তোড়ে ভেসে যাচ্ছিল । গ্রামবাসীরা কোনমতে ম্যাটাডোরটিকে দড়ি দিয়ে টেনে তোলেন । গ্রামবাসীদের অভিযোগ বারবার পৌরনিগমের কাছে বলা সত্ত্বেও এই রাস্তাটি সংস্কার হয়নি গত 15 বছরে ।
Last Updated : Jun 17, 2021, 1:32 PM IST