মুম্বইয়ের মলে ভয়াবহ আগুন, খালি করা হল পাশের বহুতল - Massive fire breaks out in Mumbai mall, no casualty
🎬 Watch Now: Feature Video
মুম্বইয়ের মলে ভয়াবহ আগুন ৷ গতরাত 8 টা 53 নাগাদ মুম্বইয়ের নাগপাড়ার একটি মলে আগুন লাগে ৷ আগুন নেভানোর কাজ করার সময় দুই দমকলকর্মী জখম হয়েছেন। পাশে থাকা 55 তলার একটি বহুতল থেকে প্রায় সাড়ে 3 হাজার জনকে নিরাপদে বের করে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনাস্থানে রয়েছে দমকলের 28টি ইঞ্জিন, কয়েকটি বড় ট্যাঙ্ক ও 250 জন দমকল আধিকারিক ৷ গতকাল সকালেই পশ্চিম কুরলায় একটি জামাকাপড়ের ফ্যাক্টরিতে আগুন লাগে ৷
Last Updated : Oct 23, 2020, 10:25 AM IST