কংগ্রেসের স্তম্ভ ছিলেন সোমেন মিত্র : মানস ভুঁইঞা - সোমেন দক্ষ সংগঠক ছিল
🎬 Watch Now: Feature Video
"কংগ্রেসের একটি স্তম্ভ ছিলেন সোমেন মিত্র ৷ তাঁকে হারিয়ে শূন্যতার সৃষ্টি হয়েছে l" সোমেন মিত্রের স্মৃতিচারণায় বললেন রাজ্যসভার তৃণমূল সদস্য তথা প্রাক্তন কংগ্রেস নেতা মানসরঞ্জন ভুঁইঞা l তিনি বলেন, "সোমেন মিত্র দক্ষ সংগঠক ছিলেন । দীর্ঘ রাজনৈতিক জীবনের অনেকটা সময় কাটিয়েছি সৌমেন মিত্রর সঙ্গে ৷" সেই সঙ্গে প্রাক্তন সহকর্মীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন তিনি।