ডিমের দাম 6 টাকা, 4 টাকায় তো ডাল-ভাতই হয় না : মমতা - Mid day meal menu
🎬 Watch Now: Feature Video
মিড ডে মিলে সাতদিনে সাতরকমের মেনু । আমি তো নিজেই জানি না কিছু । পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর । বলেন, সরকার থেকে তো পাই মাত্র 4 টাকা 31 পয়সা। তা থেকে এত সব আসবে কোথা থেকে? একটা ডিমের দামই তো ছ'টাকা। আমি চাই ডাল ভাত তরকারিটা পেট ভরে খাক। সংবাদমাধ্যম কাউকে জিজ্ঞাসা না করে ইচ্ছেমতো খবর করে দেয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলে রাখা দরকার, গত 22 অগাস্ট পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকে শনিবারের মিড ডে মিলের খাদ্যতালিকা জানানো হয়। সেই তালিকায় অন্যান্য সবজির পাশাপাশি পোস্ত, সোয়াবিন, মাছ, ডিম সবই ছিল । তবে আজ মুখ্যমন্ত্রী অবশ্য সবটাই সংবাদমাধ্য়মের ঘাড়ে চাপিয়েছেন। বলেছেন, তিনি এব্যাপারে কিছু জানেন না। (ভিডিয়ো সৌজন্য : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
Last Updated : Aug 26, 2019, 10:29 PM IST