গদ্দারগুলো বেরিয়ে যাক, আমি শুদ্ধ হব : মমতা - Mamata Banerjee target Mukul roy
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3429807-thumbnail-3x2-mamata.jpg)
"এত চেষ্টা করেও তো গদ্দারের ছেলে গদ্দারকে পেলেন । তাকে তো আমি সাসপেন্ড করেছি । এরকম কয়েকটাকে নিয়ে নিন । এরা কাজ সত্যি করে না । যদি মনে করেন, কয়েকটাকে 5 কোটি বা 500 কোটি দিয়ে নিয়ে নিন না । ওরা গেলে আমি শুদ্ধ হব । আমার দলটা ভালো হবে । ওই আবর্জনাগুলোকে যে নিয়ে এসেছে সে এখন BJP-র বড় আবর্জনা । BJP-কে শেষ করার পক্ষে ওই গদ্দারই যথেষ্ট ।" নৈহাটির বিক্ষোভ মঞ্চ থেকে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।