Malda Police On Illegal Parking: বেআইনি পার্কিং আর ফুটপাথ মুক্ত করতে অভিযানে মালদা জেলা পুলিশ - বেআইনি পার্কিং আর দখল হওয়া ফুটপাত মুক্ত করতে অভিযানে মালদা জেলা পুলিশ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 29, 2022, 1:28 PM IST

রাস্তার ওপর বেআইনি পার্কিং এবং দখল হয়ে যাওয়া ফুটপাথ থেকে হকারদের সরিয়ে তা মুক্ত করতে অভিযানে নামল মালদা জেলা পুলিশ (Malda Police is taking steps on illegal parking) । শহরে যানজট মুক্ত করতে এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এলাকার ট্রাফিক আইসি শান্তিনাথ পাঁজা । শনিবার সকালে ইংরেজবাজার পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য আশিস কুণ্ডুকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছিলেন তিনি । রথবাড়ি সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাথ বাজার তুলে দেওয়া হয় । আটক করা হয় বেআইনিভাবে রাস্তার ধারে পার্কিং করা বেশ কিছু গাড়ি । উল্লেখ্য, করোনা আবহে জমায়েত রুখতে রথবাড়ি পৌরবাজারকে তুলে আনা হয়েছিল জাতীয় সড়কের সার্ভিস লেনে । পরে বাজার নির্দিষ্ট স্থানে ফিরে গেলেও বেশ কিছু ব্যবসায়ী ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যেতে থাকেন । জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বারবার নিষেধ করার পরও ফুটপাথ থেকে ব্যবসা তোলেনি ব্যবসায়ীরা । শনিবার জেলা পুলিশের কর্তারা রাস্তায় নেমে ফুটপাথ মুক্ত করেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.