ফোর্ট উইলিয়াম জুট মিলে আগুন, 4 টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে - হাওড়া আগুন
🎬 Watch Now: Feature Video
শিবপুরের ফোর্ট উইলিয়াম জুটমিলে বিধ্বংসী আগুন । আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মিলের একটি গোডাউন ও সেখানে মজুত থাকা প্রচুর পরিমান জুট । বৃহস্পতিবার সন্ধে ছটা নাগাদ মিলের গোডাউনে আগুন লাগে । দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে । দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । প্রচুর পরিমান দাহ্য পদার্থ মজুত থাকলেও আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা ।