এই আকাশে আমার মুক্তি, জামিন পেয়ে মদনের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত - পুরানো মেজাজে মদন মিত্র
🎬 Watch Now: Feature Video
পুরানো মেজাজে মদন মিত্র । হাসপাতাল থেকে লাইভ করে গাইলেন একগুচ্ছ গান । কখনও তাঁর গলায়, "এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়..." আবার কখনও, "এদিন আজই কোন ঘরে গো..." আবার কখনও "ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু..." ৷ এরপরই তৃণমূল বিধায়ক জানান, চিকিৎসকরা তাঁকে দেখে গিয়েছেন । আগামিকাল তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷ যাঁরা তাঁর বিপদের সময় পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি । আদালত তাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করেছে, তাই লাইভে এসে তিনি বলেন, "আদালত আমাকে নিজের সঙ্গে কথা বলতে বারন করেনি, আমি তাই করছি ৷" নাম না করে তিনি বিরোধীদের খোঁচা দিয়ে বলেন, "শকুনের শাপে গরু মরে না । এটা আবার প্রমাণ হল ।"
Last Updated : May 29, 2021, 7:50 PM IST