বিধায়কের উদ্যোগে দুঃস্থদের জন্য নৈহাটি পৌরসভায় মা ক্যান্টিন চালু - মা ক্যান্টিন
🎬 Watch Now: Feature Video
দুঃস্থ মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে নৈহাটি পৌরসভায় মা ক্যান্টিনের শুভ সূচনা হল আজ ৷ এখানে দুঃস্থদের জন্য পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে । নৈহাটি পৌরসভার মেন গেটের সামনে থেকে এই ক্যান্টিনের মাধ্যমে অসহায়দের মধ্যে খাবার তুলে দেওয়া হয় এদিন । যতদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে ততদিন এই ক্যান্টিন চালু থাকবে বলে জানানো হয়েছে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে ।