নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে লরি , মৃত 1 - জ্যোতি মালি
🎬 Watch Now: Feature Video
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাড়ির ভেতরে ঢুকে যায় একটি লরি ৷ দুর্ঘটনায় জ্যোতি মালি এক বৃদ্ধা গুরুতর আহত হন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ লরির চলক ও খালসি পলাতক ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের বাজকুল-এগরা রাজ্য সড়কের পটাশপুর থানার নেতাজি বাজারের কাছে ৷