"হিম্মত থাকলে কামদুনি, চোপড়া, জলপাইগুড়িতে হেঁটে দেখাক" ; মমতাকে কটাক্ষ লকেটের - Hathras rape case
🎬 Watch Now: Feature Video
"ভিন রাজ্যের মহিলা বা যুবতি ধর্ষিত হলে দোষীকে শাস্তি দেওয়ার কথা বলা হয় । আর পশ্চিমবঙ্গের কোনও মহিলা ধর্ষিত হলে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় । মুখ্যমন্ত্রী কলকাতায় হেঁটেছেন । হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি, চোপড়া কিংবা জলপাইগুড়িতে দেঁটে দেখাক ।" গতকাল কাটোয়ার দাইহাটে কৃষি আইনের সমর্থনে জনসভায় যোগ দিতে এসে তৃণমূল নেত্রীকে এভাবেই কটাক্ষ করলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় । উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার মৃত্যুর পর পথে নেমে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তিনি ।