মহিষাদলে লকডাউনে ঘরমুখী করতে পুলিশের ভরসা লাঠিই - পূর্ব মেদিনীপুর লকডাউন
🎬 Watch Now: Feature Video
কোরোনা মোকাবিলায় আজ রাজ্যজুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় মাসের আজ হল চতুর্থ দিনে লকডাউন । তবে কোরোনা আবহের মধ্যেও লকডাউন অমান্য করতে দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। খোলা রয়েছে দোকানপাট। রাস্তায় চলাচল করছে মানুষজন। লটডাউন অমান্য করায় লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। তবে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর সুনসানই ছিল মহাষাদলের রাস্তাঘাট।