সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে স্তব্ধ পুরুলিয়া - Purulia lockdown
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8499976-639-8499976-1597997926675.jpg)
সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে কার্যত স্তব্ধ পুরুলিয়া ৷ শহরের একাধিক দোকানপাট বন্ধ ৷ প্রয়োজন ছাড়া রাস্তায় দেখা মিলছে না যানবাহনের ৷ শহরের প্রতিটি রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ ৷ লকডাউন ভেঙে কেউ রাস্তায় বেরোলেই তাদের আটক করা হচ্ছে ৷