করোনায় আক্রান্ত দেহ সৎকারে বাধা স্থানীয়দের - করোনা আক্রান্ত দেহ সৎকারে বাধা স্থানীয়দের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11775907-thumbnail-3x2-durgapur.jpg)
পানাগড় রেলপার শ্মশানে কোরোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার করতে গেলে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । তাঁদের দাবি, জনবসতি এলাকায় কেন করোনা আক্রান্ত দেহ সৎকার করছে প্রশাসন ? খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কাঁকসা থানার পুলিশ ও সহ যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্জুন দাসগুপ্ত । ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরও । প্রশাসনের পক্ষ থেকে অর্জুন দাসগুপ্ত বিক্ষোভকারীদের বলেন,"করোনা আক্রান্ত দেহ দাহ করলে তার থেকে ভাইরাস ছড়ায় না । ভয়ের কোনও কারণ নেই । সারারাত দাহ করেও শেষ হচ্ছে না । তাই এখানে দাহ করতে এসেছি ।" তবু নাছোড়বান্দা স্থানীয়রা । শেষ পর্যন্ত মৃতদেহ অন্যত্র নিয়ে যেতে বাধ্য হয় তারা ।