লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা - জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা
🎬 Watch Now: Feature Video
তিনদিন ধরে চলতে থাকা লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা । বিশেষ করে বেহালা , যাদবপুর , ঠাকুরপুকুর , খিদিরপুরের বহু এলাকা জলমগ্ন । আর এই জল জমার কারণ হিসাবে মেট্রো রেলকে দায়ি করেছেন কলকাতার পৌর-প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেন ," মেট্রোরেল কর্তৃপক্ষ বিনামূল্যে জমি নেওয়ার পর আশ্বাস দিয়েছিলেন , যে জায়গাগুলিতে তারা নির্মাণের কাজ করবে তার দেখভালের দায়িত্ব নেবে মেট্রোরেল । কিন্তু আশ্বাস দিলেও মেট্রোরেল রাস্তাগুলির দেখভাল করেনি । " তিনি আরও দাবি করেন , কলকাতার মাত্র দুই-তিন জায়গায় বেশিদিন জল জমে থাকতে পারে । কিন্তু বাকি জায়গায় এই পরিস্থিতি নেই । দেখুন ভিডিয়ো...