KMC Election 2021 Result: রবীন্দ্রভারতীর গণনাকেন্দ্রে সব আসনে এগিয়ে তৃণমূল - এগিয়ে তৃণমূল
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনির্বাচনের ফলাফলে (KMC Election 2021 Result) এখনও পর্যন্ত অন্যান্য বরোর যে ট্রেন্ড, সেটাই অব্যাহত 1 ও 2 নম্বর বরোয় ৷ রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ে (rabindra bharati university counting centre) চলছে এই দুই বরোর ভোটগণনা ৷ চতুর্থ রাউন্ডের শেষে সেখানকার সবক'টি আসনেই বিরোধীদের থেকে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যাচ্ছে তৃণমূল (TMC ahead in KMC Election 2021 Result)৷ বেশ কয়েকটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছে বিজেপি । আবার কয়েকটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা । তৃণমূলের এগিয়ে যাওয়ার খবরে গণনাকেন্দ্রের বাইরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়েছে ৷ হাতে পতাকা নিয়ে সবুজ আবির খেলায় মেতেছেন তৃণমূল সমর্থকরা (tmc celebration)৷