KMC election 2021: বড়িশায় তৃণমূলের পতাকা লাগানো অটোয় চড়ে বুথে ভোটাররা, কমিশনে বিজেপি - কলকাতা পৌরনির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের (KMC election 2021) 124 নম্বর ওয়ার্ডে বড়িশা পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূলের পতাকা লাগানো অটোতে করে আনা হচ্ছে ভোটারদের ৷ পুলিশের সামনেই এই কাজ চলছে ৷ নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করলেন বিজেপি (BJP files complaint against TMC) প্রার্থী শঙ্কর সিকদার । যদিও তৃণমূল প্রার্থী রাজীবকুমার দাস এই অভিযোগ অস্বীকার করেছেন । 2ও7 নম্বর বুথের সামনে অবৈধ জমায়েত ঘিরেও উত্তেজনা সৃষ্টি হয় । তৎপরতার সঙ্গে পুলিশ বুথের সামনে থেকে জমায়েত সরিয়ে দেয় ।