KMC Election 2021 : ভোট দিতে গিয়ে পরিচয়পত্র না দেখাতে পারায় 121নং ওয়ার্ডে আটক এক ব্যক্তি - KMC Election 2021
🎬 Watch Now: Feature Video
পরিচয়পত্র ছাড়া শুধু ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে গিয়ে আটক এক ব্যক্তি ৷ 121নং ওয়ার্ডের সিরিটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা (KMC Election 2021) ৷ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের এই বুথে ওই ব্যক্তির কোনও পরিচয়পত্র না দেখেই তাঁকে ভিতরে ঢুকতে দিয়ে দেয় কর্তব্যরত পুলিশকর্মী ৷ এ নিয়ে সেখানে উপস্থিত বাকিরা প্রশ্ন তুললে, ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চান পুলিশকর্মী ৷ কিন্তু, তিনি কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি ৷ এর পরেই ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ (Person Detained for Not Able to Show any ID Card) ৷
TAGGED:
KMC Election 2021