Puja Parikrama: করোনা সচেতনতায় খড়্গপুরের নেতাজি ব্যায়ামাগারের পুজোর থিম ‘মুখোশ’ - Covid Awareness
🎬 Watch Now: Feature Video
পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে বড় বাজেটের পুজো তালবাগিচার নেতাজি ব্যায়ামাগার ৷ এবার এই পুজোর থিম করোনা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো ৷ তাই থিমের নাম দেওয়া হয়েছে ‘মুখোশ’ ৷ প্রায় 12 লক্ষ টাকা খরচ করে এই থিম তৈরি করেছে উদ্যোক্তারা ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ মারা গিয়েছেন ৷ কিন্তু, তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে ৷ তাই পুজোর থিমের মধ্যে দিয়েই সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেছে খড়্গপুর তালবাগিচার নেতাজি ব্যায়ামাগার পুজো কমিটি ৷
Last Updated : Oct 13, 2021, 2:07 PM IST