রাজভবনকে রাজনৈতিক আখড়া বানিয়ে দিয়ে গেছেন কেশরীনাথ ত্রিপাঠী : কল্যাণ - bjp
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গের বিদায়ি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে RSS ক্যাডার বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল থাকাকালীন রাজভবনকে রাজনৈতিক আখড়া বানিয়ে দিয়ে গেছেন ।" পাশাপাশি রাজ্যের পরবর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রশংসাও করেন শ্রীরামপুরের সাংসদ । BJP-র সংখ্যালঘু মোর্চার সভাপতি স্বপন পাল বলেন, "এক সাংসদ যে কুরুচিকর ভাষায় কথা বলছেন তার নিন্দা করছি ।"