"রাজ্যপাল BJP-র দালাল", কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের - তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
কোনও নিয়ম মানেন না রাজ্যপাল । উনি এখন BJP-র এজেন্ট হয়েছেন, উনি BJP-র দালাল । রাজ্যপাল পশ্চিমবঙ্গের সর্বনাশ করার চেষ্টা করছেন । উনি অমিত শাহ-র দালালি করতে পারেন, অমিত শাহ-র জুতো বইতে পারেন । কিন্তু, 2021-এ লড়াই করে উচিত শিক্ষা দেবে তৃণমূল । হুগলির গোঘাটের জনসভা থেকে আজ এভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।