'মানবজীবনের চালচিত্র' থিমে নজর কাড়ল বারাসতের ছাত্রদল - kalipuja
🎬 Watch Now: Feature Video
কালীপুজো মানে বারাসত ৷ আর বারাসতের নজরকাড়া কালীপুজোগুলোর মধ্যে রয়েছে শালবাগান ছাত্রদল ৷ এই বছর তাদের থিম মানবজীবনের চালচিত্র ৷ ৫০তম বছরে পা দিল শালবাগানের পুজো ৷ এই মণ্ডপের প্রতিমা ও আলোকসজ্জা অভিনবত্ব এনেছে, সঙ্গে নজর কেড়েছে মণ্ডপসজ্জার শিল্পনৈপুণ্য ৷