ক্ষমতায় এলে মমতার সংবিধান মানা পুলিশকর্মীদের জেলে পাঠাব : কৈলাস বিজয়বর্গীয় - পশ্চিমবঙ্গ পুলিশ
🎬 Watch Now: Feature Video
"যেসব পুলিশ আধিকারিক অপরাধীদের সঙ্গে যুক্ত তাঁদের তালিকা তৈরি করেছে BJP । আমরা ক্ষমতায় এলে তাঁদের চাকরি সমস্যায় পড়বে । সরকারে এলে তাঁদের প্রথমে জেলে ঢোকাব । যাঁরা ভালো কাজ করবেন তাঁরা BJP সরকারের সম্মান পাবেন । যেসব পুলিশকর্মী দেশের সংবিধান মানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান মানেন তাঁদের আমরা জেলে পাঠাব ।" মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় সভায় এভাবেই পুলিশকে হুঁশিয়ারি দিলেন রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ।