কলকাতা হাইকোর্টে বসতে চলেছে বিচার ঘড়ি - কলকাতা হাইকোর্টে বসতে চলেছে বিচার ঘড়ি
🎬 Watch Now: Feature Video
এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় জানান, এ'টা হচ্ছে মূলত একটি LED ডিসপ্লে বোর্ড ৷ কলকাতা হাইকোর্টের বাইরে গেটে লাগানো হবে ৷ নিম্ন আদালতের বিভিন্ন মামলার স্ট্যাটাসের আপডেট মিলবে স্ক্রিনে ৷ 22 জানুয়ারি বিকেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ এই বিচার ঘড়ির উদ্বোধন করবেন ৷