রক্তদান মেলায় প্লাজ়মা দান সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির - Jitendra Tiwari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9710359-548-9710359-1606706027436.jpg)
রক্ত সংকট দূর করতে উদ্যোগ নিল আসানসোলের স্বেচ্ছাসেবী সংগঠন ৷ গতকাল আসানসোলের রবীন্দ্রনগরে রক্তদান মেলার আয়োজন করা হয় ৷ প্রায় 1500 ইউনিট রক্তদান করেন সমাজসেবীরা ৷ মেলায় প্লাজ়মা দান করেন আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। তাঁরা কোরোনা থেকে হয়ে সুস্থ হয়ে উঠেছেন। জিতেন্দ্র তিওয়ারি জানান, এখানে সংগৃহীত রক্ত শুধু আসানসোল নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এবং কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হবে।