জনতা কারফিউ : সুনসান নিউ কোচবিহার স্টেশনে - Coochbehar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 22, 2020, 4:57 PM IST

কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা 'জনতা কারফিউ'-তে কার্যত সুনসান চেহারা নিউ কোচবিহার রেল স্টেশনে । এদিন সকাল সাতটার পর কোনও ট্রেন ঢোকেনি জেলার এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনে । তবে সকাল সাতটার আগে যে সমস্ত ট্রেন এসেছে কিংবা স্টেশনে যে সমস্ত যাত্রীরা এসেছেন, তাঁদের থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য ব্যবস্থা করে রেলদপ্তর । পাশাপাশি ওই যাত্রীরা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, তাঁদের বাড়ির ঠিকানা, ফোন নম্বর সব লিখে রাখা হচ্ছে । গতকাল বিকেল থেকেই এই শিবির শুরু করেছে রেল দপ্তর । আগামী কয়েকদিন এই শিবির চলবে ৷ স্টেশন মাস্টার নিরঞ্জন বর্মন বলেন, "স্টেশনে আসা সমস্ত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.