হতাশার বাজেট, মন্তব্য তাপস রায়ের - TMC
🎬 Watch Now: Feature Video
করোনা আবহে গতকাল প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এই বাজেট নিয়ে সমালোচনা করেছেন বিরোধীরা । বিরোধীরা বলছেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কোনও সুরাহার ব্যবস্থা করা হয়নি ৷ এবার বাজেট নিয়ে একই মন্তব্য করলেন পরিষদীয় মন্ত্রী তাপস রায় । তিনি বলেন, " কেন্দ্রীয় বাজেটে আশা করেছিলাম বাংলার ক্ষেত্রে বিশেষ কিছু থাকবে । কিন্তু হতাশ হয়েছি । বাংলা ও অন্যান্য রাজ্যে সেস চাপিয়ে দিয়েছে । এতে পেট্রল , ডিজ়েল তো বটেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে । বাজেট দিশা দেখাতে পারেনি কীভাবে জিডিপি-র হার বাড়বে, কর্মসংস্থান হবে । " অন্যদিকে, রাজীব বন্দোপাধ্যায় ও দীপক হালদারদের সম্বন্ধে বলতে গিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতায় তাঁরা একটা জায়গায় পৌঁছেছিলেন এবং আজও যে সম্মানটা পাচ্ছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পাচ্ছেন । তাঁরা বিশ্বাসঘাতকের মতো কাজ করেছেন। "