অভুক্তদের পাশে এবার IRCTC - কোভিড -19 লেটেস্ট খবর
🎬 Watch Now: Feature Video
অভুক্তদের মুখে খাবার তুলে দিতে ভারতীয় রেলের মানবিক উদ্যোগ । হাওড়া স্টেশন লাগোয়া বেস কিচেনে প্রতিদিন রান্না হচ্ছে সাড়ে 5 হাজার লোকের খাবার । IRCTC কর্তৃপক্ষ জানিয়েছে, খিচুড়ি, ভেজ বিরিয়ানি, ভাত, রাজমা সহ একাধিক পদ তৈরি করা হচ্ছে । মাথাপিছু সাড়ে তিন'শো গ্রাম করে খাবার দেওয়া হচ্ছে । এখানকার খাবার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা, গার্ডেনরিচ, সাঁতরাগাছি, টিকিয়াপাড়া, শেওড়াফুলি সহ একাধিক জায়গায় । ফুটপাথবাসীদের খাবার বিতরণের দায়িত্ব নিয়েছে RPF। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও খাবার দেওয়া হচ্ছে । 28 মার্চ থেকে দু'বেলা খাবার দেওয়া শুরু হয়েছে । চলবে 14 এপ্রিল পর্যন্ত ।