পৌরসভার সাফাইকর্মীদের জন্য 5 লাখ টাকার জীবন বিমা ঘোষণা মমতার - Insurance will be done of 5 lakh rupees for municiple workers said mamata banerjee
🎬 Watch Now: Feature Video
নবান্নে কোরোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে জীবন বিমা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । প্রায় 1 ঘণ্টা 20 মিনিট ধরে চলা ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, "আইসোলেশন ওয়ার্ডে যাঁরা কাজ করেন তাঁরা অনেক ভালো কাজ করেন ৷ অনেকে পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন ৷ যাঁরা এইসব কাজের সাথে যুক্ত তাঁদের নিরাপত্তার জন্য আমরা 5 লাখ টাকা করে জীবন বিমার ব্যবস্থা করেছি ৷" দেখুন ভিডিয়ো . . .