ধর্ষকদের মৃত্যুদণ্ড দিন ; মুখ্যমন্ত্রীর কাছে আবেদন হিন্দু জাগরণ মঞ্চের নেতার - ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন
🎬 Watch Now: Feature Video
তেলাঙ্গানা পুলিশের থেকে গোটা দেশের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন হিন্দু জাগরণ মঞ্চের বিহার ও ঝাড়খণ্ডের সম্পাদক ড: সুমন কুমার । আজ বর্ধমানে এসেছিলেন তিনি ৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন ৷ সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, "তেলাঙ্গানা আজ দেশকে পথ দেখিয়েছে ৷ পুলিশকে স্যালিউট ৷ ধর্ষকদের লালন-পালন করার কোনও মানে নেই ৷ ওদের উচিত শাস্তি হয়েছে ৷ আমি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদিদির কাছেও আবেদন করব, ধর্ষকদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তা নিশ্চিত করুন ৷" দেখুন ভিডিয়ো...