কোরোনা আবহে ছটপুজোয় তুলামুলক কম ভিড় গঙ্গার ঘাটে - less crowded in the Ganges ghat than previous years Chhath Puja
🎬 Watch Now: Feature Video
কোরোনা আবহে সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে ভিড় জমান পুণ্যার্থীরা। গঙ্গার ঘাটে কড়া নজর রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে। সামাজিক দূরত্ব, মাস্কের মতো বিষয়গুলিতে নজরদারি চালানো হয় পুলিশের তরফে। আজ ঘাটগুলিতে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল। ঘাটগুলির প্রবেশদ্বারে করা হয় চেকিং। ভিড় হলেও অন্যান্য বছরের তুলনায় এবছর গঙ্গার ঘাটগুলিতে তুলনামূলক ভিড় কম ছিল পুণ্যার্থীদের।