খাবারের খোঁজে দলছুট দাঁতালের হানা সাতপাটিতে - খাবারের খোঁজে গ্রামে হাতি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8587354-504-8587354-1598595581724.jpg)
সকাল সকাল খাবারের সন্ধানে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের সাতপাটি গ্রামে ঢুকে পড়ল দলছুট একটি দাঁতাল । সাতসকালে হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী ৷ স্থানীয় বাসিন্দা রবীন টুডু বলেন, সবাই মিলে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ উল্লেখ্য, এর আগেও অনেকবার খাবারের খোঁজে হাতি হানা দিয়েছে এই গ্রামে । বিশেষ করে ধান ওঠার মরসুমে হাতিরা মূলত গ্রামে হানা দেয় ।