"জয় শ্রীরাম" বলা অপমান মনে হলে হিন্দুদের জন্য তা খুবই খারাপ : স্বামী আনন্দ স্বরূপ - কৃষ্ণনগরে শঙ্করাচার্য পরিষদ অনুষ্ঠানে স্বামী আনন্দ স্বরূপ
🎬 Watch Now: Feature Video
গোটা হিন্দু সমাজকে বলছি রাজনীতি দূরে রেখে এই রাজ্যকে হিন্দু রাজ্য এবং এই দেশকে হিন্দুরাষ্ট্র তৈরি করার জন্য এক হোন । না হলে 2029 সালের মধ্যে ইসলামিক রাষ্ট্র বানানোর পুরোপুরি পরিকল্পনা চলছে ।" সোমবার নদিয়ায় এসে এমনই বললেন শঙ্করাচার্য পরিষদের সর্বভারতীয় সভাপতি স্বামী আনন্দ স্বরূপ । নদিয়ার কৃষ্ণনগরে শঙ্করাচার্য পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হন তিনি । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "হিন্দু সমাজকে এক করা, প্রতিটি গ্রামে প্রতিটি শহরে গুরুকুল খোলা, এর পাশাপাশি প্রাচীন ভারতের পুনর্নির্মাণ করাই আমাদের লক্ষ্য । আমরা প্রতিটি পঞ্চায়েত এলাকায় মানুষকে জাগ্রত করছি । এখনও ভারতবর্ষে 80 শতাংশ হিন্দু রয়েছেন । কিন্তু হিন্দুরাষ্ট্র বলা যাবে না । পশ্চিম আফ্রিকার একটি দেশ গাম্বিয়া সেখানে 52 শতাংশ ইসলামিক ধর্ম থাকায় ইসলাম রাষ্ট্র গঠিত হয়েছে । " পাশাপাশি তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, " বিজেপির সঙ্গে আমার কোনও যোগ নেই ৷ কিন্তু কারও যদি জয় শ্রীরাম বলা অপমান মনে হয়, তাহলে হিন্দুদের জন্য এর থেকে খারাপ আর কিছু হয় না ৷ বাংলার হিন্দুরাও এখন অত্যন্ত খারাপ পরিস্থিতিতে রয়েছেন ৷ "