লড়াইয়ে শামিল হতে চাইলে স্বাগত জানাব : দিলীপ - পিকে এখন ড্যামেজ কন্ট্রোল করছেন
🎬 Watch Now: Feature Video
"কেউ এলে আমরা নেব, আমাদের পার্টি যে কার্যপদ্ধতি আছে যে আদর্শ আছে, তাই নিয়ে বাংলায় পরিবর্তনের চেষ্টা করছি। কেউ যদি এই লড়াইয়ে শামিল হতে চান আমরা স্বাগত জানাব।" মানিকতলায় কালীপুজো উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারীর নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তিনি বলেন," আপনারা ধারণা করতে পারেন কিন্তু আমাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও কথাবার্তা হয়নি। কোন মেসেজও আসেনি। সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। অনেক মানুষ আসছেন, আসবেন।" এর পরই তৃণমূল প্রসঙ্গে তাঁর কটাক্ষ,"তৃণমূলের এখন মুষল পর্ব চলছে ৷ পিকে এখন ড্যামেজ কন্ট্রোল করছেন। পার্টি এখন আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে। তাই এখন ওদের নেতাদের উপর কর্মীদের আর ভরসা নেই।"