নবান্ন অভিযান ঘিরে হাওড়ার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড পুলিশের - Howrah police arrangements
🎬 Watch Now: Feature Video
BJP-র নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়ার বিভিন্ন প্রান্তে পুলিশের প্রস্তুতি শুরু হয়ে গেছে । বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশি ব্যারিকেড । রয়েছে রাজ্য পুলিশ কমব্যাট ফোর্স, স্পেশাল অ্যাকশন ফোর্স , সঙ্গে রয়েছে মহিলা পুলিশ । পাশাপাশি , BJP শিবিরেও পুরোদমে প্রস্তুতি চলছে । আজ চারটি দলে ভাগ হয়ে নবান্ন অভিযান করবে BJP । এর মধ্যে হাওড়ায় দু'টি মিছিল হবে । এই মিছিলের একটি শুরু হবে হাওড়া ময়দান থেকে ও অন্যটি শুরু হবে সাঁতরাগাছি থেকে ।