আলিপুরদুয়ার থেকে কলকাতা, রঙের উৎসবে রাজ্যবাসী - কোচবিহারের মদনমোহনের মন্দির দোল
🎬 Watch Now: Feature Video
কোরোনার জেরে খানিকটা হলেও ভাটা পড়েছিল দোল উদযাপনে । বিশ্বভারতী সহ একাধিক জায়গায় এবার বাতিল দোল উৎসব । তবে উৎসব প্রিয় বাঙালিকে ঘরে রাখা যায়নি । ওরে গৃহবাসীর ছন্দে তারা আবার পা মিলিয়েছে । বসন্তের আহ্বানে চেনামুখগুলো আজ রঙিন । কখনও কোচবিহারের মদনমোহনের মন্দির, কখনও মায়াপুর কখনও বা সোনাঝুরি । বাদ পড়েনি দিঘার সমুদ্রতটও ৷ দোল উৎসবে মাতল রাজ্যের প্রতিটি জেলা ৷
Last Updated : Mar 9, 2020, 11:08 PM IST