দেশ থেকে হিন্দু, সংখ্যালঘু কাউকে তাড়ানো হবে না, আশ্বাস দিলীপ ঘোষের - Madarihat
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4550646-thumbnail-3x2-dilip.jpg)
বুধবার মাদারিহাটে "চায়ে পে চর্চা" অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানে NRC ইশুতে তৃণমূলের সমালোচনা করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, তৃণমূল কংগ্রেস NRC নিয়ে সাধারণ মাানুষকে ভুল বোঝাচ্ছে ৷ নাগরিকপঞ্জি থেকে একজন হিন্দুর নামও বাদ যাবে না । সংখ্যালঘুদেরও দেশ থেকে তাড়ানো হবে না । আমরা লোকসভায় নাগরিকত্ব বিল পাশ করে সমস্ত উদ্বাস্তুদের নাগরিকের মর্যাদা দেব । "