হিন্দু সমাজকে অস্ত্র ধরতে হবে, বললেন দিলীপ - হিন্দু জাগরণ মঞ্চের সভায় বললেন দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশে হিন্দু সমাজকে হাতে অস্ত্র তুলে নিতে বললেন দিলীপ ঘোষ ৷ বুধবার মেদিনীপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মূর্তি উন্মোচন করেন বিজেপির রাজ্য সভাপতি ৷ পরে গড়বেতা হিন্দু জাগরণ মঞ্চের সভায় বলেন, "হিন্দুরা বারবার আক্রান্ত । এমন দিন এসেছে, যখন মা-বোনেদের ইজ্জত থাকছে না । একজন মহিলা মুখ্যমন্ত্রী, অথচ প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে চলছে । তাই মা বোনদের উদ্দেশে, হিন্দু ভাইদের উদ্দেশে বলছি, হাতে অস্ত্র তুলে নিতে হবে ।" দিলীপ ঘোষ বলেন, "কোনও কাপুরুষ যদি বলে নিরস্ত্র হোন, তার গলা টিপে ধরবেন ৷ " বুধবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম ধ্বনি শুনতে পছন্দ করেন না, ভূতেও শুনেছি রাম নাম শুনতে পছন্দ করে না ! "
Last Updated : Dec 31, 2020, 11:57 AM IST